নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদের নেতা নির্বাচন করা হয়েছে। নির্বাচিতরা হলেন, সভাপতি আকবর খান, সাধারণ সম্পাদক এস এম ইয়ার আলী ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান।
শনিবার জেলা বিএনপির কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে তিনটি পদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। সভাপতি পদে মো. আকবর খান ও শেখ আবুল কাশেম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কাশিম ও এস এম ইয়ার এবং সাংগঠনিক সম্পাদক পদে মো.জগলু মোল্লা ও মো. হাবিবুর রহমান প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৩৭৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে ভোট গ্রহণ চলাকালে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, একে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম, অ্যাড. আমিনুর রহমান, বিএনপি নেতা আলী হোসেন মদন, ইদ্রিস আলী প্রমুখ। #