বিনোদন ডেস্ক : বাংলাদেশি শোবিজ তারকাদের মধ্যে তুমুল জনপ্রিয় তাহসান খান। একাধারে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক তিনি। পাশাপাশি অভিনয়শিল্পীও। বেশ কিছু নাটকে তার উপস্থিতি ছিল। এসবের পাশাপাশি করেন শিক্ষকতাও। তবে এবার নিজেকে গুটিয়ে নিচ্ছেন অভিনয় থেকে।
অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছেন তাহসান। তার বর্তমান যা বয়স, তাতে অভিনয় থেকে বিরতি নেওয়াকেই যথার্থ মনে করেন তিনি; এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
তিনি বলেন, ‘সংগীত আমার সবচেয়ে বেশি ভালোলাগার জায়গা। কিন্তু অনেকদিন ধরেই সংগীতে অনিয়মিত কাজ করছি। এখন থেকে সংগীতে নিয়মিত হতে চাই।’
তাহসান বলেছেন, ‘সচেতনভাবে অভিনয় থেকে বিরতি নিচ্ছি। গানে মনোযোগী হচ্ছি। এই বিরতি দুই-তিন বছর কিংবা তারও বেশি সময়ের জন্য হতে পারে। তবে আর অভিনয় না করলেও আমার কোনো কষ্ট থাকবে না।’
জানা গেছে, আগামীতে সংগীত ও শিক্ষকতা নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি কবিতাও চর্চা করবেন তিনি। বই বের করার ইচ্ছাও আছে তাহসানের।