বিনোদন ডেস্ক
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার (২০ মে), ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিনের আদেশ দেন।
নুসরাত ফারিয়ার পক্ষে জামিন আবেদন উপস্থাপন করেন ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন। তিনি জানান, আদালতে উপস্থাপিত যুক্তি এবং প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করে বিচারক জামিন মঞ্জুর করেন।
এর আগে, গত ১৮ মে থাইল্যান্ডগামী একটি ফ্লাইট ধরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা যায়, জুলাই মাসে গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
পরদিন সোমবার, তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেল আড়াইটার দিকে, নুসরাত ফারিয়াকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় দেশের বিনোদন অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়, এবং তার জামিন নিয়ে ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অবশেষে আজ আদালতের জামিন আদেশে কিছুটা স্বস্তি ফিরেছে অভিনেত্রীর পরিবার ও অনুসারীদের মধ্যে।