নিজস্ব প্রতিবেদক
জাতীয় কাবাডির রূপসা জোনের (খুলনা বিভাগ) প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে স্বাগতিক যশোরের নারী-পুরুষ উভয় দল। বুধবার যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে পুরুষ দল খুলনার ও নারী দল ঝিনাইদহের কাছে ৪৭ পয়েন্টে বিদায় নিয়েছে।
তবে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগ আউটে কোন কোচ বা ম্যানেজার না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে যশোরের খেলোয়াড়রা। এছাড়া ম্যাচের ধারা ভাষ্যকার কুমার কল্যাণও একাধিকবার দলের কোচ না থাকার বিষয়টি তার ধারা বিবরণীতে বারবার উল্লেখ করছিলেন।
এছাড়া ম্যাচ শেষে এ প্রতিবেদকের কাছে কোচ না থাকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি যশোর কোন কোচ থাকতো তাহলে নিশ্চিত ম্যাচ জিততো। কেননা প্রথমার্ধে যেখানে ৭ পয়েন্ট এগিয়ে ছিল। ডাগ আউট থেকে দিক নির্দেশনা দিতে পারলে ব্যবধানটা ধরে রাখতে পারতো।
ম্যাচ শেষে দলের একাধিক খেলোয়াড় নাম প্রকাশ না করার সত্ত্বে ক্ষোভ প্রকাশ করে। তাদের দৈনিক ভাতা নিয়েও প্রশ্ন তুলেছেন খেলোয়াড়রা।
এছাড়া পুরুষ বিভাগের অপর সেমিফাইনালে জয় পেয়েছে সাতক্ষীরা জেলা। নারী বিভাগের প্রথম সেমিফাইনালে কুষ্টিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে নড়াইল।
পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় সাতক্ষীরা ও নড়াইল। উত্তেজনা ম্যাচে সাতক্ষীরা জয় পায় ৪৩-২৫ পয়েন্টের ব্যবধানে। সাতক্ষীরা প্রথমার্ধে ২৫-১১ এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত জিততে পারেনি নড়াইল।
পুরুষ বিভাগের অপর সেমিফাইনালে স্বাগতিক যশোরকে ৩৩-২৯ পয়েন্টে হারিয়ে ফাইনালে যায়গা করে নেয় খুলনা। যদিও ম্যাচের প্রথমার্ধে ১৭-১০ পয়েন্টে এগিয়ে ছিল যশোর। তবে দ্বিতীয়ার্ধে দারুন ভাবে ঘুরে দাঁড়িয়ে সর্বশেষ দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
নারী বিভাগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় নড়াইল ও কুষ্টিয়া। এ ম্যাচে কোন প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেনি কুষ্টিয়া। নড়াইল জয় ৮৪-৭ পয়েন্টের ব্যবধানে।
দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক যশোরের বিপক্ষে ৬২-১৫ পয়েন্টে জয় পায় ঝিনাইদহ জেলা। বৃহস্পতিবার বেলা ১১টায় নারী বিভাগের ফাইনালে মুখোমুখি হবে নড়াইল ও ঝিনাইদহ। একঘন্টা পর পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হবে খুলনা ও সাতক্ষীরা।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনার তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষ হবে আজ বৃহস্পতিবার।