নিজস্ব প্রতিবেদক
ভবদহ অঞ্চলের ভুক্তভোগী জনগণ যেন আগামী বোরো মৌসুমে ফসল করতে পারেন সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিলেন সংসদ সদস্য হাফেজ ইয়াকুব আলী। শনিবার সংসদ সদস্য ইয়াকুব আলী অভিশপ্ত ভবদহ অঞ্চল সরেজমিন পরিদর্শন শেষে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের অফিসে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সোহরাব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার ভুক্তভোগী জনগণ ছাড়াও পানি নিস্কাশন সংগ্রাম কমিটির আহবায় রনজিত বায়োলী উপস্থিত ছিলেন।
সরেজমিন খোঁজ খবর নিয়ে জানতে পারেন, বোরো চাষ উপযোগী করতে ৪টি পাওয়ার পাম্প দিয়ে বিলের পানি নিষ্কাশনের কাজ চলমান রয়েছে। এসময় আজ রোববার থেকে সেচ কাজে ব্যবহার করতে আরো ৫টি পাওয়া পাম্প সংযুক্ত করে দ্রুত সেচকার্যক্রম চালানোর নির্দেশ দেন সংসদ সদস্য ইয়াকুব আলী। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের অফিসে সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় জনতার দুঃখ দুর্দশনার কথা শোনেন জনগণের মুখ থেকে।
এ সময় সংসদ সদস্য ইয়াকুব আলী বলেন, ভবদহের সমস্যাকে পুঁজি করে কোন শ্রেণী ও ব্যক্তির ব্যবসা করতে দেওয়া হবে না। ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর মুক্ত করতে যে পদক্ষেপ নিলে সহজে সমাধান করা যেতে পারে তার সবই চেষ্টা করা হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহিতুজ্জামানসহ এলাকার ক্ষতিগ্রস্থ জনগণ উপস্থিত ছিলেন।
