নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরের সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পরাজিত প্রার্থীর বিরুদ্ধে হত্যা চেষ্টা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার অভয়নগরের চন্দ্রপুর গ্রামের শাহিন শিকদার পরাজিত প্রার্থী খান এ কামাল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে এ মামলা করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগটি অভয়নগর থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন ।
চন্দ্রপুর গ্রামের নৌকার প্রার্থী খান এ কামাল হাসান বাদে অন্য আসামিরা হলেন, একই গ্রামের খালিদ খান, মতিউর খান, মাহিন খান, মেহেদী হাসান রাব্বি, শামীম খান, ওয়াহিদুল খান, অভি খান, সুগার খান, সুইট খান, মুক্তার খান, মনিরুল খান, খোকন খান, লাবু খান, আয়ুব খান।
মামলার অভিযোগে জানা গেছে, সিদ্দিপাশা ইউনিয়ন নির্বাচনে খান এ কামাল হাসান নৌকার প্রার্থী ছিলেন। নির্বাচনে মামলার বাদী শাহিন শিকদার ও তার পিতা আজাদ শিকদারসহ বংশের লোকজন নৌকার পক্ষে কাজ করেন। ২৬ ডিসেম্বর ভোটে নৌকার প্রার্থী পরাজিত হন। খান এ কামাল হাসান ও তার পরিবারের লোকজন মনে করেন নির্বাচনে পরাজয়ের বড় কারন শাহিন ও তার বংশের লোকজন তাকে ভোট দেয়নি। এ নিয়ে নৌকার সমর্থকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ কারণে গত ৩ মার্চ আসামিরা শাহিনের বাড়িতে হামালা করে তার পিতাকে কুপিয়ে হত্যা চেষ্টা ও বাড়িঘর ভাংচুর, লুটপাট করে। স্থানীয়ভাবে মীমাংসা ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।