নিজস্ব প্রতিবেদক
যশোরে অমর একুশে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে রিপন অটো। বৃহস্পতিবার শহরের রবীন্দ্রনাথ রোড (আরএন) এর নতুন বাজার মাঠে তারা ৮ উইকেটে মাহাতাব এন্টারপ্রাইজকে পরাজিত করে।
টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭২ রান করে মাহাতাব এন্টারপ্রাইজ। ব্যাট হাতে নাজমুল ৫১ রান করেন। রিপন অটোর ইয়াসিন ২টি, রোয়েল ও আকাশ একটি করে উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে আহাদের ঝড়ো ইনিংসের কল্যাণে ৫ ওভার ২ বলে জয় নিশ্চিত করে রিপন অটো। আহাদ ১৫ বলে ৭টি চার ও একটি ছয়ে ৩৬ রান করেন। এ রানের কল্যানে ম্যাচ সেরা খেলোয়াড় হন আহাদ। এছাড়া আলিফ ১২ বলে ২৬ ও রোয়েল ৫ বলে ১২ রান করেন। মাহাতাব এন্টারপ্রাইজের ফয়সাল ও নাজমুল একটি করে উইকেট দখল করেন।