নিজস্ব প্রতিবেদক :
যশোরে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে যে সততা ও দেশপ্রেম ছিল সেটি অকল্পনীয়। যা আমাদের চিন্তার বাইরে। তিনি নিজের জীবনবাজি রেখে রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শুক্রবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় আবদুল মোনায়েম মুন্না আরও বলেন, শহীদ জিয়াউর রহমান দেশ গড়ার সুযোগ পেয়ে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছিলেন। তিনি দেশের সকল নাগরিককে নিজস্ব জাতি সত্ত্বা দিয়ে এক সুতোয় গেঁথেছিলেন। কিন্তু জিয়াউর রহমানের সেই কাল উত্তীর্ণ অবদানকে মুছে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্র করুক না, কোন দিনই সফল হবে না। আগামীতে শহীদ জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা হবে। বর্তমান অবৈধ শাসক গোষ্ঠী ষড়যন্ত্র করে দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি রেখেছে। জনগণ তাদের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেবে। এই যশোর হচ্ছে আন্দোলন সংগ্রামের তীর্থ ভূমি। এই যশোর থেকেই যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে সরকারের পতন আন্দোলন শুরু হবে।
জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সংগঠনের জেলা সহ-সভাপতি আমিনুর রহমান মধু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, যুবদল নেতা তানভির রায়হান, আবুল কালাম আজাদ, মোতাহারুল ইসলাম রিয়াদ, মুক্তার হোসেন, মোস্তাফিজজোহ সেলিম, এখালচ হোসেন, হারুন অর রশিদ, বাকিউজ্জামান রানা, আতাউর রহমান, আব্দুল মান্নান, মোনাজ্জেল হোসেন লিটন, নাজমুল হক নাজু, রায়হানুজ্জামান দিপু প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি গরীবদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা।