নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের রামনগরের অরণ্য পোল্ট্রি হ্যাচারি এন্ড ফিডস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাব ৬ যশোরের ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্সবিহীন ফিস ফিড উৎপাদন ও অন্য কোম্পানির নাম ব্যবহার করে প্রতারণামূলক পোল্ট্রি এন্ড ফিস ও ফিড বিক্রয়ের অপরাধে এ জরিমানা করা হয়।
বুধবার বিকেলে র্যাব-৬ এর এএসপি নাজমুল হক, উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদারের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানের দায়িত্বে নিয়োজিত ফরহাদ হোসেনকে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪ এবং ১৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ বলেন, কারখানায় অভিযান চালিয়ে ভেজাল মৎস্য ও পোল্ট্রি খাবার উৎপাদনের প্রমাণ পাওয়া গেছে। তাদের কোন লাইসেন্স নেই। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নতমানের ব্রান্ডের লোগো ব্যবহার করে প্রতারণা করছিল। অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করে সতর্ক করা হয়েছে।
র্যাব-৬ এর এএসপি নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রামনগর অরন্য পোল্ট্রি হ্যাচারি এন্ড ফিডস মিল লাইসেন্সবিহীন ও ঢাকায় অবস্থিত অক্সিজেন ফিড মিলের নাম ব্যবহার করে প্রতারণামূলক পোল্ট্রি এন্ড ফিস ফিড ভোক্তাদের নিকট সরবরাহ করছে। এমন সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযান চালানো হয়।