আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুরঃ ৩৭ বছর চাকরি জীবন শেষে প্রিয় শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত দীর্ঘ সময়ের সহকর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। বিষাদের ছায়া নেমেছে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে। এ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন শ্যাম সুন্দর সরকার।
বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী ছাড়াও বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীর।
স্মৃতিময় বক্তব্যে উঠে আসে শ্যাম সুন্দর সরকারের আন্তরিকতা ও অসামান্য অবদানের চিত্র।
বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস, শিক্ষক আবু জাফর আতাউর রহমান, সিরাজুল ইসলাম, সুশান্ত মল্লিক, হাফিজুর রহমান, অভিভাবক সদস্য রুস্তম আলী খাঁন প্রমুখ।
বক্তারা বলেন, শ্যাম সুন্দর সরকার নিজের মেধা, শ্রম, বুদ্ধি ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকেই আপন করে নিয়েছিলেন। শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো করে পাশে থাকতেন সবত্র। প্রতিষ্ঠানের যে কোন কাজে তিনি ছিলেন অগ্রগামী। তার এমন বিদায়ে প্রতিষ্ঠানটিতে শূন্যতার সৃষ্টি হবে।
বিদায়ী বক্তব্যে শিক্ষক শ্যাম সুন্দর সরকার শিক্ষক জীবনের স্মৃতিচারণ করেন এবং সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।