ক্রীড়া ডেস্ক
সেমিফাইনালে যাওয়ার অসম্ভব সমীকরণ মেলাতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপের শেষ লিগ ম্যাচের ফল জানার আগেই তাদের ছিটকে যেতে হলো। প্রত্যাশিতভাবে সেমিফাইনাল নিশ্চিত করলো নিউজিল্যান্ড। আগামী বুধবার মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ফাইনালের লড়াইয়ে নামবে তারা। আর পরের দিন কলকাতায় দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
শনিবার কলকাতায় টস হতেই পাকিস্তানের সেমিফাইনালের ক্ষীণ সম্ভাবনা বলতে গেলে শেষই হয়ে যায়। টস হেরে যায় তারা। ব্যাটিং নেয় ইংল্যান্ড। ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানকে জিততে হতো ২৮৭ রানের বিশাল ব্যবধানে। আদৌ যেটা অসম্ভবই। আর ইংল্যান্ড ৩৩৭ রান তোলার পর পাকিস্তানকে সেমিফাইনালে যেতে ৬.৪ ওভারেই জিততে হতো। সেটা তো একেবারেই অসম্ভব। তারা এই সময়ে করে ২ উইকেটে ৩০ রান। তাতে আনুষ্ঠানিকভাবে তাদের সেমিফাইনালের দৌড় শেষ হয়ে যায়।
এনিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো পাকিস্তান। এবার উপমহাদেশীয় কন্ডিশনে ভালো কিছু করতেই এসেছিল তারা। টানা দুটি জয়ে শুরুটা হয় দারুণ। তারপর টানা চার ম্যাচ হেরে যায়। এরপর বাংলাদেশের বিপক্ষে জয়ে ফিরেছিল তারা। নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশার প্রদীপ জ্বালিয়ে রাখলেও তা ভেস্তে যায় পরে। নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের স্বপ্ন ফিকে করে দেয়, যা আনুষ্ঠানিকভাবে ভেঙে গেলো ইংল্যান্ডের সঙ্গে ম্যাচের মাঝপথে।