নিজস্ব প্রতিবেদক
যশোরের খড়কি হাজাম পাড়া বস্তির বাসিন্দা কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে অ্যাপেন্ডিসাইটিস ও খাদ্যনালীতে ইনফেকশন রোগে ভূগছেন। পরিবারের একমাত্র উর্পাজন ব্যক্তি তিনি। তাই তার অসুখটা বয়ে বেড়াচ্ছেন অনেক দিন ধরে। অসহায় এই ব্যক্তির পাশে এসে দাড়িয়েছে যশোর ইয়ামাহা রাইডার ক্লাবের সদস্যরা।
বোরবার অসহায় ব্যক্তিতে দেখতে তার বাসায় উপস্থিত হন যশোর ইয়ামাহা রাইডার ক্লাবের সদস্যরা এবং তার চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন কামাল উদ্দিনের হাতে।
এসময় ইয়ামাহা রাইডার ক্লাব যশোরের ওরিয়ন ইয়ামন আলম পিয়াল জানান, ইয়ামাহা রাইডার ক্লাব দীর্ঘদিন ধরে অসহায় ও দুস্থ মানুষদের নানাভাবে সগযোগিতা করে আসছে। তাদের এই কাজে সব সময় সহযোগিতা করার জন্য এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, জোনাল ম্যানেজার সাউথ জোন তানভীর সজীব, টেরিটোরি অফিসার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার রিফাত, ইয়ামাহা রাইডার ক্লাব যশোরের মডারেটর শরীফ সহ সকল মেম্বারকে ধন্যবাদ জানায়।
