নিজস্ব প্রতিবেদক
আসন্ন রমজানকে ঘিরে যশোরে বাজার তদারকিতে নেমেছে প্রশাসন। রমজানে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে ও যাতে দাম বেশি না নেওয়া হয় এজন্য মাঠে নেমেছে জেলা প্রশাসন। অনিয়ম পাওয়ায় বৃহস্পতিবার শহরের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে কমপক্ষে ৩০টি দোকানদারকে সতর্ক করেছেন প্রশাসনের কর্মকর্তারা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার দাস ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান শহরের বড় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করেন।
গত ১২ মার্চ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মুনাফাখোর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। ওই সভায় তিনি বলেন, বাজারে কোন পণ্যের সংকট নেই। তারপরও নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম বাড়িয়েছে মুনাফাখোর অসাধু ব্যবসায়ীরা। বাজার মনিটারিং বাড়িয়ে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারও হুশিয়ারি দেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যপণ্যের দাম সহনীয় রাখতে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন একসঙ্গে কাজ করবে। ব্যবসায়ীদের কারসাজিতে যশোরের বাজারে অস্থিরতা হলে মুনাফাখোরদের হাতে দ্রুতই উঠবে হ্যান্ডকাপ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার দাস জানান, আসন্ন রমজানে বাজারে সব ধরণের পণ্য স্বাভাবিক রয়েছে। কোন সংকট নেই। কিন্তু শহরের হাটখোলা সড়কের জয়তারা স্টোরে মূল্য তালিকা ছিল না। একই সাথে বিএসটিআই’র অনুমোদনহীন মালামাল রাখার অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করেছি। আর মল্লিক স্টোরকে করা হয়েছে এক হাজার টাকা জরিমানা।
তিনি বলেন, জেলা প্রশাসন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কেউ বেশি দাম নিলে বা ক্রেতাদের ঠকালে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব।