সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা শহরতলীর বাগানবাড়ি এলাকায় বাড়িতে অসুস্থ গরু জবাই করে কম দামে মাংস কিনে তা স্থানীয় বাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাত দুইটার দিকে জবাই করার পর দুপুরে সেই মাংস চালতেতলা বাজারে বিক্রি করা হয়। বিষয়টি জানাজানি হওয়ায় মাংস ক্রেতাসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে মাংস বিক্রির সাথে জড়িত তিন কসাই গা- ঢাকা দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, চালতেতলা বাজার কমিটির সভাপতি স্থানীয় বাগানবাড়ি গ্রামের হাজী আসাদুল ইসলামের একটি জার্সি প্রজাতির গাভি গরু বেশ কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পশু চিকিৎস্যক দিয়ে চিকিৎসা করার পরও প্রায় সাড়ে ৮ মন ওজনের জার্সি গরুটি সুস্থ না হয়ে ক্রমেই আরো বেশি অসুস্থ হয়ে পড়ছিল। এরই একপর্যায় গরুর মালিক বাজারের তিন কসাই যথাক্রমে গড়েরকান্দা গ্রামের শফি, বাগানবাড়ি গ্রামের মুকুল ও দোহাকুলা গ্রামের ফরহাদকে বাড়িতে ডেকে ৩০০ টাকা কেজি দরে গরুটি বিক্রি করে দেন। সে অনুযায়ি শুক্রবার ভোররাত দুইটার দিকে তিন কসাই মিলে গরুর মালিকের বাড়িতে অসুস্থ গরুটি জবাই করে। পরে কাটাকাটি শেষে শুক্রবার সকালে ওই দোকানে নিয়ে এসে সাড়ে ৬শ’ টাকা কেজি দরে বিক্রি করে দেয়।
এদিকে রাত ২টার সময় হাজী আসাদুল ইসলামের বাড়িতে অসুস্থ গরু জবাই করে কাটাকাটির ঘটনাটি স্থানীয় এক যবুক গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। পরে শুক্রবার দুপুর ১২টার দিকে ওই মাংস বিক্রির করার সময় ওই যুবক স্থানীয় লোকজনদের ঘটনাটি জানায়। এসময় বাজারের লোকজন ক্ষুব্ধ হয়ে কসাই মুকুল এর দোকানে গিয়ে তার উপর চড়াও হয়। পরে মিমাংসার কথা বলে কৌশলে মুকুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় দোকানে মাংস ফেলে পালিয়ে যায় অপর দুই কসাই শফি ও ফরহাদ। এঘটনায় বাজারের ব্যবসায়ী, মাংস ক্রেতা ও এলাকার সাধারণ জনগণের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।
অসুস্থ গরুর মাংস ক্রেতা পারকুখরালী গ্রামের এবাদুল হক জানান, আমার স্ত্রী ক্যান্সারের রোগি। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা করার পর ডাক্তার ফেরত দিয়ে বলেছেন ‘ওনি যা খেতে চায় তাই দেন’ বেশি দিন আর বাঁচবেন না। আমি আমার অসুস্থ স্ত্রীকে খাওয়ানোর জন্য কসাই মুকুলের কাছ থেকে এক কেজি গরুর মাংস কিনেছিলাম। দুপুরে রান্না করে ওই মাংস খাওয়ার পর বিকালে বাজারে এসে এঘটনা জানতে পারি। সে এভাবে আমার মৃত্যুপথযাত্রী স্ত্রীর সাথে কেন প্রতারণা করলো এ প্রশ্ন রেখে তিনি এঘটনার বিচার দাবি করেন।
তেরশ’ টাকা দিয়ে দুই কেজি মাংস ক্রেতা বাগানবাড়ি গ্রামের আবুল কাশেম জানান, আমি মাংস বাড়িতে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। ঘটনা জানার পর ওই কসাইদের খুঁজে বেড়াচ্ছি।
এবিষয় বাজার কমিটির সভাপতি হাজী আসাদুল ইসলাম জানান, তার সাড়ে ৮মণ ওজনের গাভি গরুটি পড়ে গিয়ে পিছনের একটি পা ভেঙে যায়। পশু চিকিৎসককে দেখানোর পর তিনি বলেন, ‘গরুটি আর ভাল হবে না’ আপনি বিক্রি করে দেন। পরে আমি বাজারের কসাইদের কাছে ৬০০ টাকা কেজি দরে গরুটি বিক্রি করে দিই। গরু অসুস্থ ছিল না দাবি করে তিনি আরো বলেন, এব্যাপারে আমার কাছে পশু চিকিৎসকের সনদপত্র রয়েছে।