ঢাকা অফিস
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত আরোগ্য লাভে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মীর্জা ফখরুলের হাসপাতালে ভর্তির বিষয়টি আজ সোমবার নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান।
শারুল কবির বলেন, “দুপুরে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে তিনি অসুস্থ বোধ করেন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসক প্রফেসর মমিন জামানের তত্ত্বাবধানে রয়েছেন।” এক মাসেরও বেশি সময় কারাভোগের পর চলতি বছরের ৯ জানুয়ারি জামিনে মুক্তি পেয়েছেন মির্জা ফখরুল।
এরপর নিয়মিত চেক-আপের অংশ হিসেবে ১০ ফেব্রুয়ারি তিনি ও তার স্ত্রী সিঙ্গাপুরে যান। দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। গত ১৬ ফেব্রুয়ারি চিকিৎসা শেষে দেশে ফিরেন ৭৬ বছর বয়সী বিএনপির বর্ষীয়ান এ রাজনীতিবিদ। ২০১৫ সালে জেলে থাকা অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টিলারিতে একটি ব্লক তৈরি হয়। এরপর থেকেই তিনি নিয়মিত সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসছেন।
আরও পড়ুন:যশোর বিএনপির ৭৬ নেতা-কর্মীর হাইকোর্ট থেকে জামিন লাভ