নিজস্ব প্রতিবেদক
যশোরে অস্ত্র আইনের একটি মামলায় অনিমেষ বিশ্বাস নামে এক ব্যক্তিকে ১০ বছর কারাদ- প্রদান করেছেন আদালত। রোববার অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের বিচারক সুমি আহমেদ এই রায় প্রদান করেন। অনিমেষ বিশ্বাস অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের পুরানজন বিশ্বাসের ছেলে।
আদালতের অতিরিক্ত পিপি অসীম ঘোষ জানান, ২০১২ সালের ১৫ মার্চ সকালে র্যাব-৬ খুলনার একটি টিম অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামে অনিমেষ বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক এবং তার কাধে ঝোলানো ব্যাগে তল্লাশি চালিয়ে ১টি চাইনিজ পিস্তল ও প্যান্টের পকেট থেকে ৮৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা করেন র্যাবের ডিএডি শাহাদাৎ হোসেন। পরে এই মামলার তদন্ত শেষে অনিমেষ বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন থানা পুলিশের এসআই শরীফ হাবিবুর রহমান। মামলায় আসামি অনিমেষ বিশ্বাসের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে সাজা প্রদান করেন।