কল্যাণ ডেস্ক
সুন্দরবন থেকে চার বনদস্যুকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় ১টি ডিঙ্গি নৌকা, ১টি দেশিয় একনলা বন্দুক, ১টি দেশিয় ওয়ান সুটার গান, ৭টি সীসার কার্তুজ, ২টি রামদা, ২টি লোহার হাতুড়ি, ১টি লোহার পাইপ, ৪টি লাইট জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গার বাসিন্দা মৃত আহাদ আলীর ছেলে মো. ফজলু শেখ (৪২), শিকিরডাঙ্গা এলাকার মো. মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০), পেড়িখালী মৃত জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাৎ মোড়ল (৪০) ও জিগিরমোল্লা এলাকার নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ (৩২)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার বনদস্যুকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:নড়াইলে এমপি মাশরাফির বাড়ির সামনে মাঠে বালির ব্যবসা!
