নিজস্ব প্রতিবেদক
যশোরে চিহ্নিত সন্ত্রাসী কুদরত ও তার সহযোগী সম্রাটকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও দুইটি বোমা উদ্ধার করা হয়েছে। গত সোমবার গভীর রাতে শহরের চাঁচড়া রায়পাড়া তেঁতুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় র্যাবের ডিএডি নুরুজ্জামান চানু কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটক কুদরতের বিরুদ্ধে যশোর ও নড়াইলে দেড় ডজন মামলা রয়েছে।
কুদরত খান শহরের চাঁচড়া রেলগেট এলাকার ইসমাইল কলোনীর ফারুক পকেটমারের ছেলে এবং স¤্রাট একই এলাকার আলিম ওরফে ঢ্যাপ পকেটমারের ছেলে।
র্যাব-৬ এর অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, যশোরের চাঁচড়া রায়পাড়া এলাকা হতে অস্ত্র, বিস্ফোরক, হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৬ টি মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী কুদরত খান ও তার সহযোগী সম্রাটকে ১ টি বিদেশি পিস্তল ও ২ টি ককটেল বোমাসহ আটক করা হয়েছে। আসামি কুদরত খান যশোরের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও বোমা বিস্ফোরণকারী হিসাবে চিহ্নিত। কুদরত খানের বিরুদ্ধে ২০১২ সালের ৪ এপ্রিল প্রথম যশোর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা রুজু হয়। তারপর থেকেই সে বিভিন্ন গডফাদারদের ছত্রছায়ায় থেকে বিভিন্ন ধরণের সন্ত্রাসী মূলক কর্মকা-ে যুক্ত হয়। আর সেই থেকে সন্ত্রাসীদের তালিকায় নাম লেখায় কুদরত খান। এরপর থেকে যশোর শহরের বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণসহ নানা অপরাধের সাথে যুক্ত হয়। যশোরসহ মাগুরা ও নড়াইল এলাকায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন এলাকায় নানা ধরণের অপরাধ অপকর্মের সাথে জড়িয়ে পরে। কুদরতের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা, তিনটি অস্ত্র, হত্যা চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাঁচটি মামলাসহ মোট ১৬ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া তার সহযোগি সম্রাট হোসেনের বিরুদ্ধেও দুইটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে। র্যাব আরও জানায়, কুদরতের অন্য সহযোগীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
