নিজস্ব প্রতিবেদক
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি ইয়াসিন মোহাম্মদ কাজলকে অস্ত্র মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ শুনানি শেষে এই আদেশ দিয়েছেন। সন্ত্রাসী কাজল শহরের পুরাতনকসবা কাজীপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ নভেম্বর যশোরের ডিবি পুলিশ পুরাতনকসবা কাজীপাড়ায় অভিযান চালায়। এসময় মেইন সড়কের জনৈক ইমন মোটরসাইকেল ওয়ার্কসপের সামনের রাস্তা থেকে কাজলকে আটক ও তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় ডিবি’র এসআই খান মাইদুল ইসলাম রাজিব আটক কাজলের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আটক কাজলের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। রোববার শুনানি শেষে বিচারক তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য আটক কাজলের বিরুদ্ধে যুবলীগকর্মী শরিফুল ইসলাম সোহাগসহ হত্যা, মারামারি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা করেছে।
