নিজস্ব প্রতিবেদক
যশোরে অস্ত্র মামলায় হত্যাসহ একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী আজগর আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার যশোরের অতিরিক্ত জেলা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আজগর আলী যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি শ্যামল কুমার মজুমদার।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২০ অক্টোবর রাতে বাঘারপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বাঘারপাড়ার রাঘরপুর গ্রামে একদল ডাকাত অবস্থান করছে। তাৎক্ষণিক পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে কাজল নামের এক ব্যক্তিতে আটক করে। পরে কাজলের স্বীকারোক্তিতে আটক করা হয় আজগর আলীকে। এ ঘটনায় একটি মামলা হয় বাঘারপাড়া থানায়। এরপর আজগরকে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে নিলে আজগর জানায় ঘটনাস্থলে তিনি ছিলেন এবং তার কাছে একটি ওয়ান শুটারগান অস্ত্র ছিলো বলে জানায়। তার স্বীকারোক্তিতে ২৮ অক্টোবর ঘটনাস্থলে যেয়ে ওই ওয়ান শুটারগানটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাঘাপাড়া থানার এসআই শরীফুল ইসলাম আটক আজগরের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা করেন। ওই মামলাটি তদন্ত করে ১৯ নভেম্বর আজগর আলীর বিরুদ্ধে চার্জশিট দেন এসআই জিল্লুর রহমান। সর্বশেষ বুধবার এ মামলার রায় ঘোষনা করে আদালত। এসময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
রায়ে আরও উল্লেখ করা হয়, আসামি আজগরের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলা, দুইটি অস্ত্র মামলাসহ আটটি মামলা রয়েছে।
