কল্যাণ ডেস্ক
কলম্বিয়ার অ্যামাজন জঙ্গলে একটি বিমান বিধ্বস্ত হওয়ার দুই সপ্তাহের বেশি সময় পর চার শিশুকে জীবিত খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে একটি শিশুর বয়স মাত্র ১১ মাস। বাকিদের বয়স ১৩ বছর, ৯ বছর ও ৪ বছর।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বুধবার (১৭ মে) এক টুইটবার্তায় বলেছেন, ‘সেনাবাহিনীর জোরালো অনুসন্ধান প্রচেষ্টার পর শিশুদের খুঁজে পাওয়া গেছে। দেশের জন্য এটি আনন্দের।’
তবে কলম্বিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে শিশুদের খুঁজে পাওয়ার বিষয়ে নিশ্চিত করে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এর আগে একই দিন সকালে দেশটির সশস্ত্র বাহিনী জানায়, তারা লাঠি ও ডালপালা দিয়ে তৈরি আশ্রয়কেন্দ্রের খোঁজ পাওয়ার পর অনুসন্ধান কার্যক্রমে জোর দেওয়া হয়েছে। তারা মনে করছে, সেখানে বেঁচে যাওয়া ব্যক্তিরা রয়েছেন।
‘সেসেনা ২০৬’ বিমানটি ১ মে কলম্বিয়ার সীমানার মধ্যে থাকা অ্যামাজন জঙ্গলে বিধ্বস্ত হয়েছিল। এতে তিনজন প্রাপ্তবয়স্ক নিহত হন। তবে বিমানটি বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি।
কলম্বিয়ার দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থা এক বিবৃতিতে জানিয়েছিল, বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে পাইলট ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন।
সূত্র : আলজাজিরা