নিজস্ব প্রতিবেদক
‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যে বুধবার যশোর জেলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্যাপন করেছে আইএফআইসি ব্যাংক যশোর শাখা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে জেলা প্রশাসনের সহযোগিতায় ‘জাতীয় প্রবাসী মেলা-২০২৪’ শীর্ষক এ সংশ্লিষ্ট উদ্্যাপন র্যালি ও মেলায় অংশগ্রহণ করে আইএফআইসি ব্যাংক যশোর শাখা। এ সময় সঠিক নিয়ম মেনে এবং প্রশিক্ষণ গ্রহণ করে প্রবাসে যেতে আগ্রহীদের বিদেশ যাওয়ার আহ্বান করা হয়। মেলায় অভিবাসন প্রত্যাশীও প্রবাসে গমণে আগ্রহী কর্মীদের সঠিক ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে দেশে রেমিট্যান্স পাঠানোর সহজ প্রক্রিয়া সর্ম্পকে সম্মুখ ধারণা প্রদান করা হয়। আইএফআইসি ব্যাংক বিভিন্ন জেলায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সঙ্গে যৌথ উদ্যোগে প্রবাসগামী কর্মীদের ‘রেমিট্যান্স থ্রু লিগাল চ্যানেল’ শীর্ষক একটি প্রশিক্ষণ প্রদান করে আসছে।
উল্লেখ্য, প্রবাসীরা আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী ছড়িয়ে থাকা ১৪০০ এর অধিক শাখা-উপশাখার মাধ্যমে বিদেশ থেকে প্রবাসীরা দেশে কষ্টার্জিত রেমিট্যান্স পাঠাতে পারেন। ফলে প্রবাসীদের স্বজনেরা এখন খুব সহজেই নিকটস্থ আইএফআইসি ব্যাংক থেকে কষ্টার্জিত রেমিট্যান্সের অর্থ সংগ্রহ করতে পারেন।

 
									 
					