নিজস্ব প্রতিবেদক
মাঘের শেষে অন্যরকম এক বিকাল উপভোগ করলেন আইএফআইসি ব্যাংক যশোর শাখার কর্মকর্তারা। দিনের কর্মব্যস্ততা সেরে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে শহরের চিত্রা মোড়ে ব্যাংক কার্যালয়েই গ্রাহক-ব্যবসায়ী ও শুভাকাক্সক্ষীদের নিয়ে কর্মকর্তারা মিলিত হন প্রতিবেশী উৎসবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি দিয়ে উৎসবে যোগ দেওয়া অতিথিদের আপ্যায়ন করেন তারা। ব্যাংকটির আয়োজনে মুগ্ধ হন অতিথিরা।
গতকাল বিকালে সরেজমিনে ব্যাংকের যশোর কার্যালয়ে গিয়ে দেখা গেছে প্রতিবেশী উৎসব উপলক্ষে টেবিলজুড়ে সাজানো ছিল হরেক রকমের পিঠা। পাকান, পাটিসাপটা, চিতই, দোলন, সবজি লতিকা, সিদ্ধ পুলি, ভাজাপুলি, জামাই পিঠা, পাতা পিঠা, জিলাপি, খই, মুড়ি, নকুল দানা, মোয়া, নারকেল নাড়ু, তিলেন নাড়ু, ভাপা পিঠা, হৃদয় হরন পিঠার সৌরভে অন্য রকম পরিবেশ ছিল সেখানে।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক কাজী মনিরুল ইসলাম আগতদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন, সহকারী শাখা ব্যবস্থাপক শামসুল আলম, লোন অফিসার রেজওয়ানা হক, সোহেল হোসেন, সার্ভিস অফিসার সাবরিনা হোসেন, আজিজুর রহমান, মনিরুল ইসলাম জুয়েলসহ অন্যান্য অফিসারবৃন্দ ও সম্মানিত গ্রাহক ও সুধীজন।