নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) যশোর জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের জয়তী সোসাইটিতে অনুষ্ঠিত সভায় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর পৌরসভার মেয়র বোর মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ।
সাংগঠনিক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেনিক আইডিইবির শামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রীস আলী, মোবারক হোসেন, সড়ক ও ডিপ্লোমা প্রকৌশলীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম তাপস প্রমুখ।