নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাবেক সাধারণ সম্পাদক আবু মোর্ত্তজা ছোট সাধারণ সম্পাদক পদে মনোনয়পত্র জমা দিয়েছেন। বুধবার সমিতির ১ নম্বর ভবনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইসমত হাসারের হাতে এ মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপ্রত্র জমা দেয়া যাবে ১১ নভেম্বর বিকেলে ৩টা পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন, নবীন আইজীবী কিশোর কুমার সাহা, মুক্তাদিরুল হক, আলিবুদ্দিন খান, পলাশ সরকার, সোনিয়া সারমিন, সাজ্জাদ হোসেন পাপ্পু, বোরহান সিদ্দিকী, প্রবীর চক্রবর্তী, মুনিরা রুবাইয়া মুন্নি, ফারহানা ফেরদৌস, শামীম হোসেন ইবনে তাহের, দিলীপ কুমার, অশোক কুমার প্রমুখ।
আগামী ২৬ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। এরই মধ্যে প্রার্থীরা নির্বাচন কমিশন থেমে মনোনয়নপ্রত্র সংগ্রহ করতে শুরু করেছেন। মনোনয়পত্র জমা দেয়া যাবে ১১ নভেম্বর বিকেল ৩ টা পর্যন্ত। ১৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে ওই দিন সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৭ নভেম্বর বিকেল ৩ টার মধ্যে। ২৬ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবার সমিতির ৫০৫ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচিত করবেন।