কল্যাণ ডেস্ক
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নতুন করে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। এ সময় তারা আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগও দাবি করেছেন।
সোমবার আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি কদম ফোয়ারা হয়ে সুপ্রিম কোর্ট অঙ্গনে ফিরে আসে।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও আইনজীবী সমিতির সভাপতি প্রার্থী মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আইনের দৃষ্টিতে এটা কোনো নির্বাচনই না। আমরা প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম।
প্রধান বিচারপতি আমাদের জানিয়েছেন তিনি পুলিশকে কোর্টের আসার কোনো অনুমতি দেননি। এফআইআরে পুলিশ বলছে, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও মোমতাজ উদ্দিন ফকিরের অনুরোধে পুলিশ কোর্টে আসে। এখন আইনমন্ত্রী কোর্টে পুলিশ কেন পাঠালেন। এই কলঙ্কের দায়িত্ব আইনমন্ত্রীকে নিতে হবে।
তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টে এখন আর বিচার হবে না। বিচার কে করবেন? মাননীয় প্রধান বিচারপতি আপনাকে পুলিশি হামলার বিচার করতে হবে।
এ সময় আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সুপ্রিম কোর্টে যে কলঙ্কজনক অধ্যায় ঘটেছে তার দায়ে আইনমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে। নতুন করে নির্বাচন দিতে হবে। তা নাহলে আন্দোলন চলছে, চলবে।
এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই ও পুলিশের কর্তব্য-কাজে বাধাসহ তিন মামলায় সভাপতি ও সম্পাদক প্রার্থী মাহববু উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজলসহ বিএনপির ১৩ আইনজীবী জামিন লাভ করেন।
গত ১৫ ও ১৬ মার্চ দুই দিনব্যাপী সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। ভোটের প্রথম দিন পুলিশের হামলায় আইনজীবী-সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হন। পরের দিনও হট্টগোল হয়। তবে সেদিন রাতে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের সবকটিতেই জয় লাভ করেন।
আরও পড়ুন: কয়লাখনি দুর্নীতি মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন
১ Comment
Pingback: চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাই করত তারা