নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রোববার কালেক্টরেট সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক তমজিুল ইসলাম খান।
তিনি মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউএনওদের উদ্দেশ্যে বলেন, বাজার মনিটরিং করতে হবে। সামনে রমজান মাস। দ্রব্যমূল্য বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি কোন দোকানদার বেশি দামে বিক্রি করে আর যদি ক্রয় স্লিপ দেখাতে না পারে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। টিসিবিরি পণ্য কার্ডের মাধ্যমে বিক্রির সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে। না হলে বাইরে অপপ্রচার ছড়াবে। অপপ্রচার না ছড়ায় সেজন্য সকলের আন্তরিকতার সাথে সহযোগিতা করতে হবে।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে। কারণ অতিরিক্ত দামে বিক্রি করে সরকারের বদনাম ছড়ানো হয়। সে সুযোগ কাউকে দেয়া হবে না।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় কয়েকটি দোকানে জরিমানা করা হয়। জরিমানা করার সময় তাদের কাছে তেল ক্রয়ের রশিদ দেখতে চাইলে তারা দেখাতে পারেনি।
ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবীব বলেন, অনেক দোকানে তেলের বোতলে গায়ে লেখা দাম ঘষে মুছে ফেলে নতুন করে দাম লিখে বিক্রি করছে। অনেক ব্যবসায়ী আগে কম দামে কেনা তেল গুদামে রেখে পরে ব্যারেলে ঢেলে বেশি দামে বিক্রি করছে।