ক্রীড়া ডেস্ক
ধর্ষণের অভিযোগে এবার আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার যশ দয়ালের বিরুদ্ধে। উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক নারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করার অভিযোগে এফআইআর করেছেন জাতীয় দলে খেলা এই ক্রিকেটারের বিরুদ্ধে। গাজিয়াবাদ পুলিশ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, সোমবার (৭ জুলাই) এ বিষয়ে মামলা গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ২১ জুন ভুক্তভোগী নারী মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের মাধ্যমে অভিযোগ জানান। তার দাবি, যশ দয়ালের সঙ্গে তার পাঁচ বছরের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সময় দয়াল তাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, তার কাছে রয়েছে সম্পর্কের প্রমাণস্বরূপ স্ক্রিনশট ও চ্যাট রেকর্ড, যা তিনি তদন্তকারীদের হাতে তুলে দেবেন।
ভুক্তভোগী নারীর আরও অভিযোগ, দীর্ঘদিনের মানসিক নির্যাতনের ফলে তিনি হতাশায় ভুগছেন এবং একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি জানান, দয়াল ও তার পরিবার বারবার তাকে মিথ্যা আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবে কোনো প্রতিশ্রুতি পালন করেনি। তাই তিনি দয়ালের প্রভাব-প্রতিপত্তিকে পাশ কাটিয়ে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন এফআইআরে।
২৭ বছর বয়সী পেসার যশ দয়াল ২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। তার দল এবারের আসরে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জেতে। দয়াল আসরে ১৫ ম্যাচে শিকার করেন ১৩টি উইকেট। এর আগে ২০২২ সালে তিনি ছিলেন গুজরাট টাইটানসের শিরোপাজয়ী দলে।