নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের মুড়লীর মোড়ে যশোর-খুলনা মহাসড়কে রোববার গভীর রাতে একটি মালবাহী সিমেন্টের ট্রাক (খুলনা মেট্রো ১১- ০৫৩১) নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে গেছে। এতে ট্রাকের ড্রাইভার আহত হয়। তিনি যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, খুলনা থেকে একটি ট্রাক সিমেন্ট বুঝাই নিয়ে কুষ্টিয়া উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মুড়লীর মোড়ে পৌছালে মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক আইল্যান্ডের উপর উঠে গেলে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের ড্রাইভার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এবিষয়ে কোতোয়ালি থানার এস আই সাইমুনর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রবিবার গভীর রাতে আনুমানিক রাত তিনটার পরে এই ঘটনার বিষয় জানতে পারি। তাৎক্ষণিক আমি যশোর মুড়লীর মোড়ে আসি। ড্রাইভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মালবাহী ট্রাকের ব্যাপক ক্ষতি হয়েছে।