ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক বছরের সেরা ‘ইমার্জি ‘ নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের পেসার ফাতিমা সানা। দেশটির হয়ে এই প্রথম কোনো নারী ক্রিকেটার আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা থেকে এ পুরস্কার পেলেন।
আইসিসি তাদের এক বিবৃতিতে শুক্রবার (৮ এপ্রিল) ফাতিমা সানাকে বর্ষসেরা ‘ইমার্জিং’ ক্রিকেটার হিসেবে ঘোষণা করে। বিবৃতিতে তারা বলে, ‘২০ বছর বয়সী সানা ২০২১ সালে তার পারফরম্যান্স দ্বারা সবাইকে মুগ্ধ করেছে।’
উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়ে সানা নিজেও উজ্জ্বীবিত। নিজের সামাজিক যোগাযোগ টুইটারে পুরস্কার হাতে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ আইসিসি থেকে বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের পুরস্কার গ্রহণ করা অত্যন্ত সম্মানের।’
নিজের পারফরম্যান্সে স্বীকৃতি হিসেবে আইসিসি থেকে পুরস্কারটি পেয়ে সানা নিজের দেশকে কৃতিত্ব দিয়ে আরও লেখেন, ‘পাকিস্তান জিন্দাবাদ।’
এদিকে আইসিসি তাদের বিবৃতিতে আরও জানায়, ‘ফাতিমা সানা পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে অপরিহার্য বোলার হিসেবে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে। উইকেট তোলার পাশাপাশি, শেষ দিকে নেমে রান তোলার জন্য সে বেশ দক্ষ।’
উল্লেখ্য, পাকিস্তানের কোনো নারী ক্রিকেটার এর আগে আইসিসি কর্তৃক কোনো পুরস্কারে ভূষিত হননি। ২০১৯ সালে যোগ দেওয়ার পর থেকে পাকিস্তানের হয়ে ২২টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন সানা। ওয়ানডেতে ২৮ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১৭৭ রান। ৩৯ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার এই সংস্করণে তার সেরা বোলিং ফিগার।
অন্যদিকে ৫০ ওভারের ম্যাচে ২৮ রানে অপরাজিত তার সেরা ইনিংস। সংক্ষিপ্ত সংস্করণে ৭ উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতে তিন ইনিংসে করেছেন ৩৩ রান। যেখানে তার সেরা ২৪ রানের অপরাজিত ইনিংস।