ঢাকা অফিস
নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম হ্রাস, কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং ‘অবৈধ সংসদ বাতিল’-এর দাবিতে ঢাকাসহ মহানগরগুলোয় আজ শনিবার (২৭ জানুয়ারি) কালো পতাকা মিছিলের কর্মসূচি রয়েছে বিএনপির। এই কর্মসূচির মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজপথে ফিরল দলটি। এদিকে আজ ‘শান্তি ও গণতান্ত্রিক’ সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। পর্যবেক্ষকরা মনে করছেন, এর মধ্য দিয়ে নির্বাচনের পর অনেকটা শান্ত রাজনীতির মাঠ আবারও উত্তপ্ত হয়ে উঠবে।
শুক্রবারও দেশের বিভিন্ন জেলায় একই দাবিতে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। তবে কয়েকটি জেলায় কালো পতাকা মিছিল করতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। অবশ্য পুলিশ জানিয়েছে, কর্মসূচির পূর্বানুমতি না নেওয়ায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিল করতে দেওয়া হয়নি।
বিএনপি দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে ২৭ জানুয়ারি শনিবার বেলা ২টায় বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে। মিছিলে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শুক্রবার কালো পতাকা মিছিল জেলায় অনুষ্ঠিত হলেও ঢাকা বাদে যেসব জেলাগুলোর সঙ্গে মহানগর আছে, সেগুলোতে একসঙ্গে কর্মসূচি পালন করবে আজ।
সমমনা দলগুলোর কর্মসূচি
বিএনপির যুগপৎ আন্দোলনের কয়েকটি শরিক দলও কালো পতাকা মিছিল করবে। দলগুলো পৃথক বিবৃতিতে জানিয়েছে, ১২ দলীয় জোট দুপুর ১২টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, গণফোরাম ও পিপলস পার্টি বেলা সাড়ে ৩টায় মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে এবং এলডিপি বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করবে। এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বেলা সাড়ে ৩টায় বিজয়নগরের দলীয় অফিসে সংবাদ সম্মেলন করবে।
আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’-এর ডাক
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আজ রাজধানীতে ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ করবে। এদিন বেলা ৩টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও গণতন্ত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এই তথ্য জানান।
তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শনিবার বেলা ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সামনে শান্তি ও গণতন্ত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করবে।
তিনি আরও জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।