কল্যাণ ডেস্ক: আক্কেল দাঁত। ইংরেজিতে বলা হয় ‘উইজডম টুথ’। সাধারণত মানুষের ১৮ থেকে ২৫ বছর বয়সের মধ্যেই এই দাঁত উঠে যায়। তবে অনেক সময় এই দাঁত গজাতে দেরি হতে পারে। আর এই দাঁত ওঠার সময় আমাদের মাড়িতে প্রচণ্ড ব্যথা হয়।
মূলত আক্কেল দাঁত যখন সঠিকভাবে উঠতে না পারে বা অর্ধেক ওঠে, তখন আমাদের মাড়িতে ব্যথা হয়। আর এই মাড়িতে বা দাঁত ওঠার জায়গার চারপাশের ব্যথাই মূলত আক্কেল দাঁতের ব্যথা হিসেবে পরিচিত।
চলুন, একনজরে দেখে নেওয়া যাক আক্কেল দাঁত উঠলে মাড়ি ব্যথার কারণ এবং এ সময় করণীয়গুলো—
মাড়ি ব্যথা হওয়ার কারণ
১. আক্কেল দাঁত ওঠার জন্য পর্যাপ্ত জায়গা মাড়িতে না থাকা।
২. দাঁত গজানোর জায়গায় কোনোভাবে বাধাপ্রাপ্ত হওয়া।
৩. দাঁত ওঠার সঠিক জায়গা না থাকা।
ব্যথার লক্ষণ
আক্কেল দাঁতের ব্যথার কিছু লক্ষণ থাকে। এসব লক্ষণ দেখলে বুঝবেন, আপনার মাড়ি বা দাঁতের এই ব্যথার জন্য দায়ী আক্কেল দাঁত। কী সেই লক্ষণগুলো, চলুন জানা যাক :
১. আপনার আক্কেল দাঁত যদি নির্দিষ্ট সময়ের পরে ওঠে, তবে চোয়ালে খুবই তীক্ষ্ণ এবং প্রচণ্ড ব্যথা হবে।
২. কোনো কারণে যদি আক্কলে দাঁত ওঠার পর মাড়িতে ইনফেকশন হয়, তবে একটা ভোঁতা কিন্তু বেশ ভালো রকম ব্যথার অনুভূতি হবে।
৩. আক্কেল দাঁত ওঠার পর খানিকটা আলগা মাড়ির অংশ গজাতে পারে, যা থেকে ব্যথা হতে পারে।
৪. মাড়িতে দাঁত ওঠার পর ঘা হতে পারে।
৫. মুখের ভেতর এক ধরনের লবণাক্ত ও বাজে অনুভূতি থাকবে।
৬. মুখে দুর্গন্ধও হতে পারে।
এসব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে, আপনার আক্কেল দাঁত উঠতে পারে বা উঠেছে। সে সময় যদি ব্যথা খুব বেশি হয়, তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এ ছাড়া দাঁত উঠতে দেরি হলে বা অর্ধেক উঠে থাকলে ডেন্টিস্টের কাছে গিয়ে খুব ছোট একটি অপারেশনের মাধ্যমে এ ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। যদি কোনো কারণে আক্কেল দাঁত সম্পূর্ণ উঠিয়ে ফেলতে হয়, তবে নিয়মিত চেকআপ করাতে হবে এবং কিছুদিন কিছু নিয়ম মেনে চলতে হবে।
আক্কেল দাঁত ওঠানোর পর করণীয়
১. মাড়িতে বা গালের ফুলে থাকা স্থানে বরফ দিয়ে ব্যথা কমানো।
২. দাঁত তোলার ২৪ ঘণ্টার মধ্যে কুলি বা ব্রাশ না করা।
৩. নরম বা তরল খাবার খাওয়া।
৪. নিয়মিত ওষুধ খাওয়া।