কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: কৃষক আবু সাঈদ ৮ শতক জমিতে বীজতলা করেছিলেন, চারাও হয়েছিল ভালো। আশা ছিল এই চারা দিয়ে কমপক্ষে ১২ বিঘা জমিতে ধানের চাষ করবেন। এখন তার সব আশা মুহুর্তেই শেষ হয়ে গেছে। বুধবার রাতে কে বা কারা তার বীজতলায় আগাছা মারা ওষুধ স্প্রে করে সব মেলে ফেলেছে। ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের মাঠে।
আবু সাঈদ জানান, বৃহস্পতিবার বিকালে তিনি বীজতলায় পানি দেয়ার জন্য গেলে দেখতে চারা লাল হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে হতাশ হয়ে পড়েন। প্রথমে বুঝতে পারছিলেন না কেন এমনটি হচ্ছে। পরে শুক্রবার সকালে মাঠে গিয়ে দেখতে পান গোটা জমির ধানের চারা মারা গেছে। তখন বুঝতে পারেন যে কেউ তার জমিতে ওষুধ স্প্রে করে চারা মেরে দিয়েছে।