নিজস্ব প্রতিবেদক
যশোরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষ প্রশিক্ষণ কর্মশালা ও জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় যশোর পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশ ও ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এসময় তিনি বলেন, দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে ইসলামের প্রকৃত ব্যাখ্যা প্রদানের মাধ্যমে ইমামরা যথাযথভাবে করে যাচ্ছেন বলেই এখনো আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তারা ইসলামের ভুল ব্যাখ্যা প্রদান করে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। এব্যাপারে ইমামদের সচেতনতা বৃদ্ধি ও সঠিক প্রচার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে হবে। আমরা বিশ্বাস করি সমাজে ইমামদের যথেষ্ঠ মূল্যায়ন রয়েছে এবং আপনাদের কথা সর্বাধিক গুরুত্ব দেয়া হয় সুতরাং ধর্মের ভুল ব্যাখ্যা প্রদান করে দেশের উন্নয়নের ধারাকে বাঁধা প্রদান করতে না পারে সেদিকে আপনাদের আরো বেশি নজর দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক আনিসুজ্জামান সিকদার, বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মিজানুর রহমান, কমার্শিয়াল ব্যাংকের খুলনা ও ফরিদপুর রিজিওনের প্রধান ফকির আকতারুল আলম, যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক মেহেদী হাসান কুতুব প্রমুখ। সভাপতিত্ব করেন ইসলাম ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাহ বিন কাশেম। এছাড়া অনুষ্ঠানে যশোরের ৮ উপজেলার ইমামরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:ভাঙ্গা-যশোর-বেনাপোল ছয় লেন মহাসড়ক নির্মাণে তোড়জোড়