ক্রীড়া ডেস্ক
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার পরবর্তী আসর। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপখ্যাত এই আসরটি দ্বিতীয়বারের মতো উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্রে হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।
এবারের আসরে থাকছে নানা আর্কষণ। পাঁচবার বিশ্বকাপজয়ী ব্রাজিল ও তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার দিকে সবার নজর থাকবে। এর পাশাপাশি দুইবারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ের সঙ্গে খেলতে দেখা যাবে কনকাকাফ জোনের অন্তর্ভুক্ত দেশগুলোকেও।
এর আগে সবশেষ ২০১৬ সালে কোপা আমেরিকার আসর বসেছিল যুক্তরাষ্ট্রে। কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন তথা গতবারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং লিওনেল মেসিদের উপরে যে আলাদা নজর থাকবে, তা বলাই যায়।
বর্তমান ফুটবল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই আসরে হট ফেবারিট হিসেবে খেলতে নামবে। অনেকেই যুক্তরাষ্ট্রের কোপা আয়োজনকে ২০২৬ সালে কানাডার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের আগে ড্রেস রিহার্সাল বলে মনে করছে।
শুক্রবার কনকাকাফ এবং কনমেবল ফেডারেশন এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। দুই ফেডারেশনের মধ্যে নতুন পরিকল্পনা ভিত্তিক পার্টনারশিপের অঙ্গ এই প্রতিযোগিতা।
মজার বিষয় হচ্ছে পরেরবার ক্লাব পর্যায়ে চালু করা হবে নতুন এই টুর্নামেন্ট। যেখানে কোপা আমেরিকাতে অংশগ্রহণ করা কনকাকাফ জোন থেকে ছয়টি দেশ খেলবে।
আরও পড়ুন: অনিয়ম করায় শাস্তি পেলেন শান্ত