আব্দুল্লাহ সোহান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মোবারকপুর গ্রামবাসী আগুন আতংকে দিন কাটছে। মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার মোবারকপুর গ্রামের খান পাড়ায় জনমনে এ আতংক বিরাজ করছে। এ গ্রামে গত এক সপ্তায় ৬ বাড়িতে ৮ বার আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আবার আগুন লাগার কোন কারণ খুঁজে পাওয়া যায়নি। একাধিকবার আগুন লাগার ঘটনায় গ্রামবাসীর মধ্যে আগুন আতংক বিরাজ করছে।
জানা যায়, ২০ জানুয়ারি সকাল থেকে দুপুর অবধি গ্রামের ৪ বাড়ির বিচালী, পাটখড়ি ও খড়ের গাদায় আগুন লাগে। গত ৫ দিনে আরও ৪ বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
গত ১৮ জানুয়ারি সকালে ১০টার দিকে আজিজুর খানের বাড়ির পাটকাঠির গাদায় আগুন লাগে, একই দিন বেলা ১১ টার দিকে ঈমাম আশরাফ খানের বাড়ির পাটকাঠির গাদায় আগুন লাগে, বিকেল ২.৩০ মিনিটে মোজহার সরদারের বাড়ির বিচালি গাদায় আগুন লাগে এবং বিকেল সাড়ে ৪টার দিকে আনিছুর রহমানের কাঠের গাদায় আগুন লাগে।
১৯ জানুয়ারী দুপুর ২ টার দিকে সাবেক মেম্বর আমজাদ আলী খানের বাড়ির বিচালি গাদায়, ১৮ জানুয়ারি মাগরিবের সময় আনিছুর খানের ঘরের ভিতরে কাঠের গাদায়, ১৬ জানুয়ারি মাগরিবের সময় আজিজুর রহমানের বাড়ির কাঠের গাদায়, ১৫ জানুয়ারি মাগরিবের সময় রমজান আলী খান সবুজের বাড়ির কাঠ ও বিচালি গাদায় আগুন লাগে।
এ বিষয় ভুক্তভোগী রিয়াদ খান বলেন, বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ পাটখড়ির গাদা দাও দাও করে আগুন জ্বলছে। পানি দিয়ে নিভানোর আগেই পুড়ে গেছে। ঈমাম আশরাফের সাথে কথা হলে তিনি বলেন, পাশের বাড়ির পাটকাঠির গাদায় আগুন লাগা দেখে আমার স্ত্রী ঘরের ছাদের উপর থেকে নিচে এনে গাদা দেয়। কিছক্ষণের মধ্যে তার পাটখড়ির গাদায় আগুন লাগে। কথা হয় মুজারের স্ত্রীর সাথে তিনি বলেন, তার বউমা বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ করে বিচালি গাদা দাও দাও করে জ্বলে ওঠে। পাশের লোকজন এসে আগুন নেভায়।