বিনোদন ডেস্ক: বর্তমানে হৃতিকের জীবনে তিনটি জিনিসের জায়গা আছে, শান্তি, আনন্দ এবং তৃপ্তি। অভিনেতা ১০ জানুয়ারি ৪৯ বছরে পা দিলেন।
সূর্যের চারপাশে আরো একটি পাক দিয়ে ফেললেন। তাতে কী? ‘গ্রীক গড’-এর কাছে বয়স তো নিছকই একটা সংখ্যা মাত্র! এখন তিনি তার আগামী ছবি ফাইটার নিয়ে ব্যস্ত আছেন।
তার জন্মদিনের বিশেষ প্ল্যান কী ছিল আজ? এখনো কি তিনি জন্মদিন নিয়ে একই রকমের উচ্ছ্বাস বোধ করেন? এই প্রশ্নের উত্তরে ভারতীয় গণমাধ্যমকে অভিনেতা বলেন, আমার কাছে এটা এখনো একটা মজার দিন। কিন্তু কোথাও গিয়ে সেই এক গতে বাঁধা পার্টি, বার্থডে সেলিব্রেশন, ইত্যাদি হয়ে দাঁড়িয়েছে।
ফলে জন্মদিনটা এখন কোথাও গিয়ে একটা অস্বস্তি এনে দেয়। এগুলো আগে মজা লাগত কিন্তু এখন অস্বস্তি হয়। তবে একই সঙ্গে আমার কাছে এখন আমার জন্মদিন মানে নতুন সুযোগ। নিজের ইচ্ছা, কাজ ইত্যাদি পূর্ণ করার আরো একটা সুযোগ বলে মনে করি আমি।
আরও পড়ুন: শুভর সিনেমা দিয়ে খুলছে মধুমিতা হল
এই ৪৯ বছরের জীবনে তার সব থেকে বড় শিক্ষা কী? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন- শান্তি এমন কিছু নয় যেটা পাওয়ার জন্য আমায় অপেক্ষা করতে হবে বা অনেক কাঠখড় পড়তে হবে। আদতে শান্ত সব কিছুর ভিত্তি। সব কিছুর বেসেই শান্তি থাকে। সেটা বুঝতে হবে। অভ্যাস গড়ে তুলতে হবে।
উত্তর ভার্সেস দক্ষিণী ভারতীয় ছবির মধ্যে যে একটা দ্বন্দ্ব এখন দেখা যাচ্ছে সেটা নিয়ে অভিনেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি একজন ভারতীয় অভিনেতা। বিশ্ব জাতির অংশ এটা একটা। আমি নিজেকে কখনো কোনো বিতর্কে জড়াইনি এখনো জড়াতে চাই না।
