মণিরামপুর (যশোর) প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে যশোর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর নির্বাচনী এজেন্ট মিকাউল হোসেনকে এ জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, সোমবার সন্ধ্যায় স্বতস্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর নির্বাচনী এজেন্ট মিকাউল হোসেনের নেতৃত্বে সমর্থকেরা মণিরামপুর সোনালী ব্যাংকের সামনের সড়কে জটলা সৃষ্টি করে। এতে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের ওই রাস্তায় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ) অনুযায়ী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মিকাউল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরআগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। এসময় নির্বাচনী আচরণবিধি মানার নির্দেশনা দেন রির্টানিং কর্মকর্তা।