নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর শাখার আয়োজনে ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের বৃহস্পতিবারের একমাত্র ম্যাচে জয় পেয়েছে উপশহর ক্রিকেট একাডেমি। বাঁহাতি স্পিনার আজমান হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ৯২ রানের বড় জয় পেয়েছে উপশহরের দলটি। আজমানের বাঁহাতের ঘূর্ণিতে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ মুসলিম ফ্রেন্ডসের ব্যাটাররা।
যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের টসে জিতে মুসলিম ফ্রেন্ডসের অধিনায়ক ইব্রাহিম প্রতিপক্ষ উপশহর ক্রিকেট একাডেমিকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ব্যাট করতে নেমে তৃতীয় বলে প্রথম উইকেট হারালেও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় উপশহর ক্রিকেট একাডেমি। ব্যাট হাতে উপশহরের অধিনায়ক প্রান্ত ৩০ বলে ৩টি চার ও ২টি ছয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন। এর পাশে রয়েল ১৭ বলে ১টি চার ও ২টি ছয়ে ৩০, রিজভী ২০ বলে ২৯ বশির ১৬ রান করেন। বল হাতে মুসলিম ফ্রেন্ডসের জিহাদ ৩ ওভারে ১১ রানে ও সাদিকুল ৪৭ রানে দুটি করে উইকেট দখল করেন। এরপাশে অহিদুল, ইব্রাহিম ও শান্ত একটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৩ ওভারে ২৪ রান তুলে ভালো শুরু পায় মুসলিম ফ্রেন্ডস। তবে আজমান বল হাতে নিলেই বদলে যায় পরিস্থিতি। টপ অর্ডারের ব্যাটারের পাঁচ ব্যাটারকে দ্রুত সাজঘরে ফেরত পাঠান আজমান। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি মুসলিম ফ্রেন্ডস। শেষ পর্যন্ত ১৬ ওভার ২ বলে সব কয়টি উইকেট হারিয়ে ৬৭ রানে গুটিয়ে যায়। ব্যাট হাতে সাজ্জাদ সর্বোচ্চ ২০ রান করেন। এরপাশে ফয়সল ১৬ ও আলিফ ১০ রান করতে পারে। এছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি।
উপশহর ক্রিকেট একাডেমির আজমান ৪ ওভারে ১৩ রানে ৬টি ও নিলয় ৩ ওভার দুই বলে ১৫ রানে দুটি উইকেট দখল করেন। এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের আজমান হোসেন।