নিজস্ব প্রতিবেদক
আজ বুধবার কেন্দ্র ঘোষিত খুলনায় বিভাগীয় গণঅনশন কর্মসূচি পালন করবে বিএনপি। খুলনা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান দুদু।
বিএনপির খুলনায় বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, নিরেপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, সংসদ ভেঙে দেয়া, গণতন্ত্র প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে গণঅনশন কর্মসূচি পালিত হবে। সেখানে খুলনা বিভাগের ১১টি ইউনিটের বিএনপি নেতারা, সাবেক সংসদ সদস্যরা অংশ নেবেন। আশা করছি গণঅনশন কর্মসূচিতে লাখো মানুষ জমায়েত হবেন।
যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, আমরা যশোর থেকে কমপক্ষে ১৫ হাজার নেতাকর্মী খুলনার গণঅনশন কর্মসূচিতে যোগ দেব। ইতিমধ্যে মঙ্গলবার বেশিরভাগ নেতাকর্মী খুলনায় অবস্থান করছে।
