কল্যাণ ডেস্ক
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো লম্বা ছুটিতে যাচ্ছে। আজ মঙ্গলবার (৩ জুন) থেকে শুরু হচ্ছে এই ছুটি। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদে রয়েছে ভিন্নতা।
দেশের প্রায় সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ২১ দিন ছুটি থাকবে। আজ ৩ জুন থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ২৩ জুন পর্যন্ত। এরপর ২৪ জুন (সোমবার) থেকে পুনরায় ক্লাস শুরু হবে।
সরকারি ও বেসরকারি কলেজগুলোতে শুধুমাত্র ঈদুল আজহার জন্য ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে। এই ছুটির মধ্যে গ্রীষ্মকালীন অবকাশ অন্তর্ভুক্ত নয়। আজ থেকে শুরু হওয়া কলেজের ছুটি চলবে ১২ জুন পর্যন্ত। ১৩ জুন (বৃহস্পতিবার) থেকে যথারীতি ক্লাস চলবে।
মাদরাসার শিক্ষার্থীরা এবারের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন। সরকারি আলিয়া মাদরাসাসহ বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১ জুন থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ২৫ জুন পর্যন্ত। ২৬ জুন থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম চালু হবে।
আরও পড়ুন: দ্বিতীয় দফার সংলাপে কোন দল কবে নির্বাচন চাইল?