কল্যাণ ডেস্ক
আজ ৪ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস ২০২৫। এ বছরের প্রতিপাদ্য হলো— “প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান”। পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রাণীদের অধিকার নিশ্চিত করা এবং তাদের কল্যাণে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই দিনটি পালন করা হয়।
বিশ্ব প্রাণী দিবসের যাত্রা শুরু হয়েছিল জার্মান লেখক ও প্রকাশক হেনরিক জিম্মারমেন এর হাত ধরে। তিনি প্রথম ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিন স্পোর্ট প্যালেসে এ দিবস উদযাপন করেন। সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষ।
পরবর্তীতে, ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত পরিবেশবিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবরকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব প্রাণী দিবস ঘোষণা করা হয়।
এরপর থেকে প্রতি বছর একই দিনে বিশ্বজুড়ে প্রাণীর কল্যাণ ও অধিকার রক্ষার্থে দিবসটি পালিত হয়ে আসছে। বর্তমানে যুক্তরাজ্যভিত্তিক ন্যাচার ওয়াচ ফাউন্ডেশন সারা বিশ্বে এ দিবসের কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও বিভিন্ন দেশের প্রাণী কল্যাণমূলক সংগঠন ও পরিবেশবাদী সংস্থাও দিনটিকে ঘিরে নানা কর্মসূচি পালন করে থাকে।
