নিজস্ব প্রতিবেদক: যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের সুপার লিগ শুরু হচ্ছে আজ। আজাদ স্পোর্টিং ক্লাব ও আরএন রোড বয়েজের মধ্যকার ম্যাচটি সকাল ৯টায় যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে শুরু হবে। পরেরদিন একই মাঠে প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমি ও উপশহর ইয়ুথ ক্লাবের মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে।
এরপর দুই দিনের বিরতি দিয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ড। এই দুই দিনে হবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগ পর্ব। প্রিমিয়ার ডিভিশনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যশোর ক্রিকেট ক্লাব ও আসাদ ক্রিকেট একাডেমি। ২১ মে দ্বিতীয় ম্যাচে আরএন রোড ক্রীড়া চক্রের প্রতিপক্ষ ঝিকরগাছার জাগরণী সংসদ।
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগে স্থান পাওয়া এই চারটি দলের মধ্য থেকে প্রথম পর্ব ও সুপার লিগ পর্ব মিলে পয়েন্ট টেবিলের সেরা ক্লাব শিরোপা জিতবে। এ জন্য সুপার লিগের প্রতিটি দল অপর দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ২৯ মে জাগরণী সংসদ ও আসাদ ক্রিকেট একাডেমির মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের প্রথম পর্ব শেষে সমান নয় পয়েন্ট করে তালিকার শীর্ষে রয়েছে যশোর ক্রিকেট ক্লাব ও আরএন রোড ক্রীড়া চক্র। তবে রানরেটের ব্যবধানে পিছিয়ে আরএন রোড ক্রীড়া চক্র। এছাড়া ৮ পয়েন্ট করে নিয়ে পরের স্থানে রয়েছে আসাদ ক্রিকেট একাডেমি ও জাগরণী সংসদ।
প্রথম পর্বের পয়েন্ট যোগ হওয়ায় শিরোপা দৌঁড়ে এগিয়ে রয়েছে যশোর ক্রিকেট ক্লাব ও আরএন রোড ক্রীড়া চক্র।
অপরদিকে প্রথম বিভাগ ক্রিকেটের সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ থাকা দুই দল আগামী মৌসুমে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার সুযোগ পাবে। তবে শীর্ষ থাকা দলটি হবে লিগের চ্যাম্পিয়ন। ২৭ মে প্রদীপ্ত পথ ক্রিকেট একাডেমি ও আরএন রোড বয়েজের ম্যাচ দিয়ে শেষ হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ।