নিজস্ব প্রতিবেদক
আড়াই বছর বিরতির পর ভারত থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাতে প্রথম চালানে ১৫ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করে। নতুন এই চালান বাজারে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই পাইকারি ও খুচরো বাজারে দাম কিছুটা কমতে শুরু করেছে।
আমদানিকারক প্রতিষ্ঠান বাগেরহাটের এসএমওয়েল ট্রেডার্স আর রফতানিকারক ছিল ভারতের ন্যাশনাল ট্রেডিং করপোরেশন। বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামলকুমার নাথ জানিয়েছেন, প্রথম চালান পরীক্ষা-নিরীক্ষার পর অনুমোদন দিয়ে ছাড় করা হয়েছে।
প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৩০৫ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার ৪২৯ টাকা। হিসেব অনুযায়ী আমদানি করা এই পেঁয়াজ বাজারে ৫৮ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এরই মধ্যে খুচরো বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। সোমবার বাজারে যেখানে পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ৭০ টাকা, মঙ্গলবারই তা নেমে এসেছে ৬২ থেকে ৬৫ টাকায়।
বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, দেশের কৃষকের স্বার্থ রক্ষায় এতদিন আমদানি বন্ধ ছিল। কিন্তু বাজারে সিন্ডিকেটের কারণে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকার বাধ্য হয়ে আমদানির অনুমতি দিয়েছে। এতে বাজারে স্থিতি ফিরবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন, আড়াই বছর পর আবারও পেঁয়াজ আমদানি শুরু হলো। প্রথম চালান হিসেবে ১৫ মেট্রিক টন এসেছে যা পরীক্ষা-নিরীক্ষা শেষে ছাড় করা হয়েছে।
আরও পড়ুন: গদখালীর ফুলের উৎপাদন ও গুণগতমান নিয়ে কাজ করবে যবিপ্রবি গবেষকরা

 
									 
					