বিনোদন ডেস্ক
কতদিন হয় সূর্য দেখেন না, পোশাকেও বেশ দুর্গন্ধ। বিচারকের কাছে বিষ চেয়ে ভেঙে পড়েন কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপা। গত মাসেই রেনুকাস্বামী খুনের মামলায় দর্শন, তার স্ত্রী পবিত্র গৌড়াসহ পাঁচ অভিযুক্তকে কারাগারে রাখার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। কারাগারে থাকার সময় যেন কোনো ধরনের বিশেষ সুবিধা দেয়া না হয়, সেটিও নিশ্চিত করার পরামর্শ দেন বিচারকরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিটি সিভিল ও সেশনস কোর্টে অভিনেতা দর্শনের খুনের মামলার শুনানি ছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন, কারাগার থেকে বের হতে দেয়া হয় না। দীর্ঘদিন ধরে সূর্যের আলো দেখেন না। পোশাক থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এমনকি হাতে ছত্রাক জন্মেছে। নানা সমস্যা নিয়ে কারাগারে রয়েছেন তিনি।
এরপরই এ অভিনেতা বিচরককে অনুরোধ জানান, তাকে যেন বিষ এনে দেয়া হয়। মামলার চার্জ গঠন হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ততদিন পর্যন্ত মামলা মুলতবি রেখেছেন আদালত।
গত বছরের জুনে বেঙ্গালুরুতে রেনুকাস্বামী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তখন তদন্তে পুলিশ জানতে পারে, দর্শনের স্ত্রী তথা মডেল ও ফ্যাশন ডিজাইনার পবিত্রাকে উত্যক্ত করতেন রেনুকা। অশ্লীল মেসেজও করতেন। পরে হঠাৎ উধাও হয়ে যান রেনুকা। তারপর মরদেহ উদ্ধার হয় তার। এ ঘটনার তদন্তে পুলিশ দর্শন ও তার স্ত্রী পবিত্রাকে গ্রেপ্তার করে।
অভিযোগ উঠে, অভিনেতার ভক্তরা রেনুকাকে মারধর করে খুন করেছে। ২০২৪ সালে কর্ণাটক হাইকোর্ট জামিন মঞ্জুর করেছিল। কিন্তু গত মাসেই সেই রায় খারিজ করে সুপ্রিম কোর্ট। জানানো হয়, কারাগারে কোনো বিশেষ সুবিধা যেন না পান অভিনেতা। জেবি পার্দিওয়ালা ও জাস্টিস আর মহাদেবনের বেঞ্চ কন্নড় তারকা ও তার স্ত্রীসহ অভিযুক্ত সবাইকে কারাগারে রাখার নির্দেশ দেন। তারা জামিন পেলে তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনার ঝুঁকি রয়েছে বলেই তাদের কারাগারে রাখার নির্দেশ দেন আদালত।
আরও পড়ুন: নেপালে আগুন দেখে জামাল বললেন, ‘নিরাপদ নই আমরা’