নিজস্ব প্রতিবেদক
যশোর মেডিকেল কলেজ (যমেক) শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার যশোর মেডিকেল কলেজের হল রুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বক্তব্যে বাংলাদেশে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে জিয়াউর রহমান বড় অবদান রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে যে দল কথা বলে কেবল তারাই ভাগ্যের উন্নয়ন নিশ্চিত করতে পারে। ১৯৭৫ সালের পর যে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছিল। তারপর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অরাজকতা, অশিক্ষা, কুশিক্ষাসহ নানা সমস্যায় জর্জরিত ছিল। এরপর ১৯৭৮ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা দেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি বুঝেছিলেন জনশক্তি, শিক্ষা, স্বাস্থ্য এসবের সমন্বয় ঘটাতে না পারলে দেশের উন্নয়ন হবে না। তাই তখন তিনি ডায়রিয়া মহামারি থেকে দেশকে রক্ষা করতে দপ্তর স্থাপন করেছিলেন। চিকিৎসা বিজ্ঞানে এনেছিলেন বড় সফালতা। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের যে উন্নয়ন ঘটেছে আজকের এই অর্জন তারই ফলপ্রসু ধারাবাহিকতা। এ ধারাবাহিকতায় দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে চিকিৎসা সেবা কার্যক্রম আরো এগিয়ে নেয়ার জন্য চিকিৎসকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি বলেন, রাজনীতির ধারাবাহিকতার অংশ হিসেবে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য তোর সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি যশোর জেলার উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থার যেমন উন্নয়ন ঘটিয়েছেন। তেমনি এ অঞ্চলের উন্নত মানুষের চিকিৎসায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) প্রতিষ্ঠা করেছিলেন। ২৫০ শয্যা হাসপাতাল, করোনারি কেয়ার ইউনিট চালু করা হলেও সে সময় সরকার পরিবর্তন হওয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা যায়নি। এ সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় যশোরের মানুষ তখন দাবিও করিনি। অথচ জনগণের প্রতি রাজনীতির দায়বদ্ধতার অংশ হিসেবে বিএনপি সরকার ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম যেহেতু এ সকল প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন তাই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেও এসব প্রতিষ্ঠানের উন্নয়ন দূরে থাক সেগুলো রক্ষা করার ক্ষেত্রেও কাজ করেনি। যে কারণে করোনারি কেয়ার ইউনিটে দেয়া লাখ লাখ টাকা মূল্যের উন্নত যন্ত্রপাতি সব নষ্ট হয়ে গেছে। ফলে জনগণ তাদের প্রাপ্য চিকিৎসা সেবা হতে বঞ্চিত হয়েছেন। ২৫০ শয্যা হাসপাতালে জনবল নিয়োগের নামে দুর্নীতির আশ্রয় নিয়ে তারা নিজেরাই যোগাযোগ করেছে। দীর্ঘ ১৭ বছর যারা ক্ষমতায় ছিলেন তারা এ বিষয়ে ভাবেননি।
এ অবস্থায় দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষায় বিএনপি সরকার দেশকে একটা মর্যাদার জায়গায় নিয়ে গিয়েছিল আর বিগত সরকার তা নস্যাৎ করেছে বলে প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন। বক্তব্যের পূর্বে প্রধান অতিথি শিক্ষক সমিতির অনার বোর্ড উদ্বোধন করেন এবং লটারিতে বিজয়ী চিকিৎসকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এ এইচ এম আহসান হাবিব, যশোর ২৫০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রি শেখর সরকার, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও রেনেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড যশোরের কর্মকর্তা মো. শাহাজান।
নবদ নির্বাচিত শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম নাজমুল হক ও সহযোগী অধ্যাপক এবিএম দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডা. এন কে আলম, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল আলম খান, কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আখতারুজ্জামান, অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সরকারি অধ্যাপক ডা. সালাউদ্দিন আল মামুন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে বিগত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে ২০ সদস্য বিশিষ্ট মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নবনির্বাচিত রাজ্য নির্বাহী কমিটির সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। যশোর মেডিকেল কলেজে এই প্রথম গত ২৬ ফেব্রুয়ারি সমিতির ভোটের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক পন্তায় এ কমিটি গঠিত হয়।
সর্বশেষ
- বিপুল, হাজী সুমন, শাহারুল,বিপু,হিটার নয়নসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
- যশোরের আওয়ামী লীগ নেতা শাহারুল ঢাকায় আটক
- বিএনপির আমলে বেকারদের বিনা পয়সায় চাকরি দিয়েছি
- লালনের গানে গানে শিল্পী ফরিদা পারভীনকে স্মরণ
- যশোরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
- ইমামুল হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন
- যশোরে পারিবারিক কলহে দুই নারীর আত্মহত্যা
- যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক
