নিজস্ব প্রতিবেদক
যশোরে বিতর্কিত আনোয়ারুল কবীরের বিরুদ্ধে আবারও আদালতে মামলা হয়েছে। ফেসবুকে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ারকে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান পোস্ট করে তা প্রিন্ট দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তার ভাই শামীম আল মামুন এ মামলাটি করেন।
রোববার (১৯ মে) মামলাটি গ্রহণ করে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া।
অভিযুক্ত আনোয়ারুল কবীর ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের মৃত এরশাদ আলী মন্ডলের ছেলে। তিনি যশোর শহরের খড়কীর শাহ আব্দুল করীম সড়কে এবং ঢাকার মিরপুর শেওড়াপাড়া পীরেরবাগ এলাকায় বসবাস করেন।
বাদী আরমানুর রহমান আবির যশোর শহরের পুরাতন কসবা কাঠালতলা এলাকার আনিসুর রহমান চাকলাদারের ছেলে।
বাদী শামীম আল মামুন মামলায় জানিয়েছেন, তার বোন ফাতেমা আনোয়ার যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। আসামি আনোয়ারুল কবীর তার নিজের ফেসবুক আইডিতে ফাতেমা আনোয়ারকে নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান লিখে পোস্ট করেছেন। শুধু তাই নয় পোস্ট করা লেখাগুলো প্রিন্ট দিয়ে সাধারণ মানুষের কাছে বিলি করছেন। গত ১৭ মে সন্ধ্যা ৭টার দিকে যশোর সরকারি সিটি কলেজের সামনে এগুলো বিলি করতে দেখে তাকে নিষেধ করা হয়। কিন্তু কোনো কথাই না শুনে বিলি করতে থাকেন। এ সময় আনোয়ারুল কবীর বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় তাকে মারপিট করা হয়। এরপর বাদীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এতে বাদীর বোনসহ পরিবারের লোকজনদের মানসম্মানের হানি হয়েছে। ফলে এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, বিতর্কিত আনোয়ারুল কবীরের বিরুদ্ধে এ সকল ঘটনায় ইতোপূর্বে আরো কয়েকটি মামলা রয়েছে।