নিজস্ব প্রতিবেদক
আন্তঃজেলা নারী ভলিবল প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের সেরা হয়েছে সাতক্ষীরা জেলা। শনিবার যশোর জেলা ক্রীড়া সংস্থার নাদিরা ইসলাম ভলিবল গ্রাউন্ডে তারা পূর্ণ চার পয়েন্ট নিয়ে সেরা হয়েছে। সাতক্ষীরার কাছে হেরে রানার্সআপ হয়েছে স্বাগতিক যশোর। প্রতিযোগিতায় অংশ নেয়া অপর দলটি হচ্ছে মেহেরপুর জেলা।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রতিযোগিতায় ছয়টি জেলা অংশগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত তিনটি জেলা অংশ নেয়। দিনের প্রথম ম্যাচে যশোর ২-০ সেটে মেহেরপুরকে হারায়। যশোর জয় পায় ২৫-২২, ২৫-১৩ পয়েন্টের ব্যবধানে। মেহেরপুর তাদের দ্বিতীয় ম্যাচে একই ‘ব্যবধানে হারে’ সাতক্ষীরার কাছে। সাতক্ষীরা জয় পায় ২৫-৫ ও ২৫-৩ পয়েন্টের ব্যবধানে।
শেষ ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক যশোর ও সাতক্ষীরা জেলা। শিরোপার এ লড়াইয়ে একক আধিপত্য দেখায় সাতক্ষীরার মেয়েরা। তারা স্বাগতিক যশোরকে ২৫-১৩, ২৫-৩ পয়েন্টের ব্যবধান গড়ে ২-০ সেটে হারায়।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন ও বিকেলে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। উভয় অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আখিরুজ্জামান সান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মেজবাহ উদ্দিন, শহিদ আহমেদ। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহি পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক নিবাস হালদার।