কল্যাণ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর ১৪ আগস্ট তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাথমিক অভিযোগ জমা দেওয়া হয়েছিল। এরপর ১৪ অক্টোবর থেকে শুরু হয় অভিযোগের তদন্ত। প্রায় সাত মাসের তদন্ত শেষে গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করা তদন্ত প্রতিবেদনে মানবতাবিরোধী অপরাধের মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি—অর্থাৎ, উচ্চ পর্যায়ের নির্দেশনার মাধ্যমে সংঘটিত অপরাধের দায়ভার বহনের প্রমাণ।
প্রথমে মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের তারিখ নির্ধারিত ছিল আগামী ২৪ জুন। তবে প্রসিকিউশন জানিয়েছে, তা আগেভাগেই আজ দাখিল করা হয়েছে।
এছাড়া, চলতি বছরের ২৫ মে রাজধানীর চানখাঁরপুল এলাকায় ২০২৪ সালের গণআন্দোলনের সময় ছয়জন নিরীহ মানুষকে গুলি করে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনারসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে আগামী ৩ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
আরও পড়ুন: জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের রায় রোববার