নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গঠিত উপ কমিটির এক সভা বৃহস্পতিবার জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
কমিটির আহ্বায়ক ও স্থানীয় সরকার উপ পরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, সরকারি এমএম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সিনিয়র তথ্য অফিসার মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এএইচএম মুজহারুল ইসলাম মন্টু, সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, এমএম কলেজের সহযোগী অধ্যাপক আতিয়ার রহমান প্রমুখ।
সভায় ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় টাউনহল মাঠে বায়ান্নর একুশে ফেব্রুয়ারি ও বর্তমান প্রেক্ষিত প্রতিপাদ্যের ওপর আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনায় নির্ধারিত আলোচক হিসেবে মনোনীত করা হয় যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, সরকারি এমএম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাসকে।
অনুষ্ঠান উপস্থাপনা করবেন সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।